
সিরাজগঞ্জ, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জে বিজিবি মোতায়েন ও পুলিশ র্যাবসহ নিরাপত্তা চাদরে ঢাকা জেলা উপজেলা শহর। জেলা শহরে ২ প্লাটুন ও উল্লাপাড়া উপজেলা শহরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা উপজেলা শহর গুলোতে সরকার দলীয় নেতাকর্মীরা অবস্থান করে। গ্রেফতার আতংকে বিএনপি ও তার অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। দুপুরে বিশেষ আদালত বেগম খালেদা জিয়ার দূর্ণিতি মামলার রায় ঘোষনার পর জনসাধারণের মধ্যে কিছুটা আতংক কেটে যায়।
এদিকে নাশকতা, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাঁধাদানের একাধিক মামলায় সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শিপুকে বুধবার মধ্যে রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে কয়েকদিনে জেলায় গ্রেফতার সংখ্যা হলো ৩১ নেতাকর্মী। এ তথ্য সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
এবিএন/তফিজ উদ্দিন/জসিম/এমসি