শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কিশোরগঞ্জে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

কিশোরগঞ্জে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

কিশোরগঞ্জে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

কিশোরগঞ্জ, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বর্ণঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে বুধবার খেকে দুইদিন ব্যাপী আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোখলেছ উদ্দিন এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্হ আল মাসউদ।

বিশেষ অতিথি ছিলেন- পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসণাম রেনু ও সদর উপজেলা ভাইসচেয়ারম্যান কামরুন্নাহার লুনা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন- সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো, এহসানুল হক, মোহাম্মদ আবুল বাশার মৃধা, মো. জহিরুল ইসলামসহ সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং বিভিন্ন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিয়ন পর্যায়ে প্রথম স্থান অর্জন কারী বিজয়ী শিক্ষাথীবৃন্দ অংশ নেয়। সূত্র জানায়, সাংস্কৃতি ও খেলাধুলায় মোট ৫২টি ইভেন্টে বিভিন্ন শিশুরা তাদের ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাংস্কৃতিক পর্ব শেষে বিজীদের হাতে পুরস্কার তোলে দেন উপজেলা শিক্ষা অফিসার।

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত