শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জ, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা ঘোষণার পরই কিশোরগঞ্জে বিএনপি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিলকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিলকারীরা দুটি গাড়ি ভাঙচুর করে ও একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। কিন্তু সাধারণ মানুষের প্রতিরোধের মুখে মিছিলকারীরা পালিয়ে যায়।

আজ বৃহস্পতিবার শহরের পুরানথানা এলাকায় গাড়িতে আগুনের চেষ্টা ও আখড়া বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পরই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়ার নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল শহরের পুরাথানা এলাকায় ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে পুরানথানা এলাকায় আগে থেকেই পার্কিং করে রাখা একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকসা ভাঙচুর করে।

এক পর্যায়ে তারা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে শহরের আখড়া বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা আরেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের নেতৃতত্বে মিছিল বের করার চেষ্টাকালে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাদানে গ্যাস ছুড়ে। পরে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ দুটি ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এবিএন/শাাফায়েতুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত