শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কটিয়াদীতে জেলা প্রশাসনের ‘আশ্রয়’ পরিদর্শন

কটিয়াদীতে জেলা প্রশাসনের ‘আশ্রয়’ পরিদর্শন

কটিয়াদী (কিশোরগঞ্জ), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের সামাজিক সংগঠন ‘আশ্রয়’ পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটির হাড়ি বা কলস গাছে গাছে ঝুলিয়ে দিয়ে পাখির জন্য নিরাপদ আবাস নির্মাণের কার্যক্রম পরিচালনা করে আসছে। গতকাল বুধবার ‘আশ্রয়’ এর কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল এবং সিনিয়র ম্যাজিট্রেট আবু তাহের সাঈদ।

সংগঠনের এই ব্যতিক্রমী কার্যক্রমের প্রশংসা করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় যুব সমাজ এবং সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে মাইকিং করে জনগনকে সচেতন করতে হবে। এ ব্যাপারে তিনি সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। আশ্রয় এর কার্যক্রম পরিদর্শনের সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত