![টাঙ্গাইলে আ.লীগের আনন্দ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/rally_abnews_124978.jpg)
টাঙ্গাইল, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি’ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডের রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার রায় ঘোষণা হওয়ার পর পরই এই আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
আনন্দ মিছিল শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে জরুরী বর্ধিত সভা, আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়কত আলী।
অপরদিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার কালিহাতীর এলেঙ্গা বাসষ্ট্যান্ডে যুবলীগের উদ্যোগে সমাবেশ ও আনন্দ র্যালি হয়েছে। এতে অংশগ্রহণ করেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহালম মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।
অন্যদিকে রায়কে প্রতাখ্যান করে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা জানান, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা জেলা থেকে প্রায় ৪৫ জন তাদের দলীয় নেতাকর্মী আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম (বার) জানান, টাঙ্গাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদেরকে আটক করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এবিএন/তারেক আহামেদ/জসিম/এমসি