![বড়াইগ্রামে নারী ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতিসহ আটক ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/atok_124980.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দূর্নীতি মামলায় রায়কে ঘিরে নাশকতা সৃষ্টির শংকায় বনপাড়া পৌর বিএনপির সভাপতি, নারী ভাইস চেয়ারম্যানসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের সভাপতি হেলেনা বেগম, পৌর বিএনপির সহসভাপতি হোসেন ফকির, বড়াইগ্রাম পৌর যুবদলের যুগ্মসম্পাদক রবিউল করিম রবি, ছাত্রদল কর্মী তুহিন ও সোহাগ। আজ বৃহস্পতিবার দুপুর বনপাড়া পৌর বিএনপির কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বেগম জিয়ার মামলার রায়কে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিলেন এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের অবস্থান ও কর্মকান্ডের বিষয়ে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ চলছে। এর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/রাজ্জাক