শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সদরপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা

সদরপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা

সদরপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা

সদরপুর (ফরিদপুর), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে এসএসসি পরীক্ষার ধর্ম প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে আজ বৃহস্পতিবার সুমন শিকদার (১৭) ও সজীব প্রামানিক (১৭) নামের দুই পরীক্ষার্থীকে আটক করে।

আটককৃতরা- সকাল অনুমান ৯টার সময় পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পূর্ব মুহুর্তে মোবাইল থেকে প্রশ্ন আপডেট করার সময় গোপন সংবাদের ভিত্তিতে দুই পরীক্ষার্থীকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার। আটককৃতরা উপজেলার চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এদের বিরুদ্ধে সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।

আটককৃতরা জানায়, তাদের প্রাইভেট শিক্ষক উজ্জল পঞ্চায়েত (৩৫) ও রুহুল পঞ্চায়েত (৩৮) তাদের প্রশ্ন পত্রের ফাসের তথ্য দিয়েছে। জানা গেছে সম্প্রতি এসএসসি পরীক্ষা শুরু থেকে সদরপুর কেন্দ্রে ফেসবুকের মাধ্যমে ও বিভিন্ন কলাকৌশলে প্রশ্নপত্র ফাস হয়ে আসছে।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত