![আড়াইহাজারে পানিতে দুই শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/panite-dube-mitto-logo_124990.jpg)
আড়াইহাজার, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহম্পতিবার পৃথক দুইটি স্থানে ডোবায় পড়ে মিয়া মো: আনার (২) ও জোনায়েদ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসী এলাকার নুরে আলমের ছেলে মিয়া মো: আনার ও ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার আতাউর রহমানের ছেলে জোনায়েদ।
পরিবারের লোক আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত ডা. মাহফুজা জানান, দুপুর ১২টার দিকে মিয়া মো: আনার ও বিকাল ৩ টার দিকে জোনায়েদ নামে দুই শিশুকে তাদের পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি আরও জানান, ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/রাজ্জাক