![শিবপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এইচএসসি শিক্ষার্থীর ৭দিনের জেল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/karadando@abnews24_124991.jpg)
শিবপুর (নরসিংদী), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : শিবপুর উপজেলার লাখপুর গ্রামের হবিউল্লাহর ছেলে মারুফ লাখপুর শিমুলীয়া উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে গতকাল বুধবার ৭ ফের্রুয়ারি ১১টায় ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালিন সময় পরীক্ষার প্রশ্নপত্র এইচএসসি শিক্ষার্থী মারুফ অভিভাবকদের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার করে প্রশ্নপত্র আদান প্রধান করার সময় উপজেলা নির্বাহী অফিসার শীলু রায় (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ৩শত গজের মধ্যে তাকে হাতেনাতে ধরে ফেলে, তার ব্যবহৃত মোবাইলে প্রশ্নপত্রটি পাওয়া যায়।
পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০এর ১১ ধারায় দোষী সাব্যস্তক্রমে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে, জেল হাজতে প্রেরণ করে। মোবাইল ফোনটি হেফাজতে আছে, পরীক্ষার পরে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় শীলু রায়।
এ ব্যাপারে পরীক্ষার্থীর অভিভাবকেরা উপজেলা নির্বাহী অফিসারের পদক্ষেপকে অভিনন্দন জানান।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক