শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
খালেদা জিয়ার রায়কে ঘিরে

বাগমারায় আ.লীগ ও অংগ সংগঠনের অবস্থান কর্মসূচী

বাগমারায় আ.লীগ ও অংগ সংগঠনের অবস্থান কর্মসূচী

বাগমারা (রাজশাহী), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত দুর্নীতি মামলার রায় ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় দিনব্যাপি উপজেলা আ.লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচী পালন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে একত্রিত হয়। পরে সেখান থেকে খালেদা জিয়ার রায় ঘিরে বিএনপি-জামায়াত যাতে কোন প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষে একটি প্রতিবাদ মিছিল বের করে আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকুর নেতৃত্বে নিউ মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, মকলেছুর রহমান দুলাল, উপজেলা আ.লীগের সদস্য আকবর আলী, হাচেন আলী, বকুল খরাদী জেলা পরিষদের সদস্য মাহামুদুর রহমান রেজা, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মহসিন আলী।

আরও বক্তব্য রাখেন- গনিপুর আ’লীগের সভাপতি হারুন অর রশিদ, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রীপুর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, গোবিন্দপাড়া আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহীনুর খাতুন প্রমুখ।

এ সময় উপজেলা আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে খালেদা জিয়ার রায়কে ঘিরে যাতে কোন প্রকার নাশকতার সৃষ্টি না হয় সে জন্য ভবানীগঞ্জসহ উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছিল। অন্যদিকে রায় উপলক্ষে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে বুধবার রাতে ৫ জন বিএনপির দলীয় নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটককৃতদের আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত