বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রামপালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রামপালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রামপালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রামপাল (বাগেরহাট), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজফ্ফার হোসেন, প্রণীসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, ড. মারজিউর রাব্বি শুভ, ওসি (তদন্ত) মোঃ তুহিন হাওলাদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে রুম্মান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন।

আরও উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সুন্দরবন মহাবিদ্যালয়ের শিক্ষক মোঃ নাহিদুল ইসলাম,আবুল কালাম মহাবিদ্যালয়ের শিক্ষক আকতারুল ইসলাম বাবুল , ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার পাল, রামপাল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, আবুল কালামসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানরা।

অন্যান্য বছরের ন্যায় এ বছর সরকারী নির্দেশনা অনুযায়ী দিবসটি উদযানের জন্য সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়। দুপুর ১২টায় সভা শেষ হয়।

এবিএন/সাইফুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত