শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বিএনপি নেত্রীর সাজা হওয়ায় রামপালে আনন্দ মিছিল

বিএনপি নেত্রীর সাজা হওয়ায় রামপালে আনন্দ মিছিল

রামপাল (বাগেরহাট), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় বি.এন.পি. চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক জিয়াসহ এ মামলার অন্যান্য আসামীদের সাজা হওয়ায় রামপাল উপজেলা ছাত্রলীগ আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এক আনন্দ মিছিল বের করে।

মিছিলটি রামপাল বাস স্টান্ড থেকে শুরু হয়ে থানর মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শেখ সাদি, ছাত্রলীগ নেতা শেখ আঃ সালাম, মোঃ গোলাম ইয়াছিন রাজু, মোঃ দেলোয়ার হোসেন, উত্তম রায়, মোঃ সিদ্দিক, জাহিদ, রকিব, আরাফাত প্রমুখ।

এ সময় রামপাল উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন যে বাংলাদেশে যে আইনের শাসন রয়েছে। এ রায় তার একটি বড় প্রমান। আদালত কোন চাপের কাছে মাথা নত না করে তারা দুর্নীতির বিরুদ্ধে দাড়িয়েছে বলে তারা মতামত ব্যক্ত করেন।

এবিএন/সাইফুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত