শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে হত্যা চেষ্টা

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে হত্যা চেষ্টা

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে হত্যা চেষ্টা

পাঁচবিবি (জয়পুরহাট), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি পিংলু গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে নিরীহ কৃষককে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি করেছেন আওলায় ইউনিয়নের মৃত আযম উদ্দিন এর পুত্র ফজলু রহমান।

তিনি অভিযোগে বলেন গত ৩১ জানুয়ারি বিকেলে স্থানীয় বটতলা বাজারের সামনে দিয়ে বাড়ী ফেরার সময় প্রতিপক্ষ পার্শ্বের গ্রামের বাসীন্দা মহির উদ্দিন তার দুই পুত্র সেলিম ও শওকত দেশীয় অস্ত্র¿ হাতে নিয়ে ফজলুকে হত্যার জন্য পিছন থেকে ধাওয়া করে।

এ সময় বাজারে উপস্থিত স্থানীয় লোকজন দৌড়ে এসে মহির ও তার পুত্রদের বাধা দিলে ফজলু প্রাণে রক্ষা পায়। এ ঘটনার বিষয়ে প্রতিকার চেয়ে ফজলু পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার বিষয়ে সাংবাদিকরা সরজমিনে গেলে ফজলু ও বাজারে দোকানদাররা জানায় ২০০৫ সালেও মহির উদ্দিন ফজলুকে বাড়িতে বেঁধে রেখে মারপিট করেছিল। ঘটনাটির বিচার চেয়ে ফজলু একটি মামলা করেছিল। সে মামলায় মহির ও তার দ্ইু পুত্রের ছয় মাসে জেল হয়েছিল। মহির উদ্দিন উচ্চ আদালতে আপিল করে জামিন নিয়ে জেল হাজত থেকে মুক্ত পায়।

পূর্ব শত্রুতার জের ধরে ফজলুর বিরুদ্ধে মহির উদ্দিন একটি মিথ্যা মামলা সাজিয়ে ছিল। কিন্তু ফল না পেয়ে এখন ফজলুকে হত্যা চেষ্ট করছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল ও ইউপি সদস্য মেহেদী হাসানের সাথে কথা বললে তারা জানান, মহির এলাকার দুষ্ট প্রকৃতির লোক, সে ফজলুকে দীর্ঘদিন থেকে নানা ভাবে হয়রানী ও অত্যাচার করে আসছে।

অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা এ.এস.আই শাহ্ আলমের সঙ্গে কথা বললে তিনি জানান, ফজলুর রহমানের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওসির নির্দেশে মহিরকে থানায় আনা হয়েছিল। আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকি এসে উভয় পক্ষকে নিয়ে মিমাংশার কথা বললে মোস্লিকা দিয়ে ছেড়ে নিয়ে গেছে।

এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত