শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোদাগাড়ীতে আনন্দ মিছিল

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোদাগাড়ীতে আনন্দ মিছিল

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোদাগাড়ীতে আনন্দ মিছিল

গোদাগাড়ী (রাজশাহী), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশ রতœ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনন্দ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা রায় উপলক্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু ও পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানার নেতৃত্বে বিক্ষোভ একটি মিছিল বের হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন- গোদাগাড়ী পৌর আওয়ামী লীগে সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি, সাধারণ সম্পাদক কৃষ্ণা দেবী, উপজেলা যুবলীগে সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল- মামুন, উপজেলা কৃষকলীগ সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক ইমন মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু, সাধারণ সম্পাদক আরব আলী, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা,সাধারণ সম্পাদক রুবেলসহ বিভিন্ন ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ প্রমুখ।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামানসহ সকল নেতৃবৃন্দ বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভায় সকলকে উপস্থিতি হয়ে জনসভাকে সফল করতে হবে ও বর্তমান সকল রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে শক্তিশালী করতে হবে।

বক্তারা আরো বলেন, আজকে মহামান্য আদালত যে রায় দিয়েছে তা সুস্পষ্ট ও আস্থাশীল। এই রায়ের প্রতি জনগনের আস্থা আছে কারণ গোদাগাড়ীতে বিএনপিরসহ চার দলীয় জোটের কোন নেতা কর্মীর দেখা পাওয়া যায়নি। সাধারণ জনগণের বর্তমান সরকারের প্রতি আস্থা আছে বলে গোদাগাড়ীতে কোনো ব্যক্তি সহিংসতায় জড়ায়নি মনে করেন স্থানীয় নেতারা।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত