![কেশবপুরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/rally_abnews_125029.jpg)
কেশবপুর (যশোর), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : এতিমদের টাকা আত্মসাতের মামলায় রায়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছর এবং তারেক রহমানসহ অন্যান্য আসামীদের ১০ বছর করে কারাদন্ডাদেশ প্রদান করায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে শহরে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাজীমোড় চত্তরে এক এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় আনন্দ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, পৌর ছাত্রলীগের সবুজ হোসেন নিরব প্রমুখ।
এবিএন/এস আর সাঈদ/জসিম/এমসি