![প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তি: সরকারী কর্মচারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/atok-abn4_125030.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক সরকারী কর্মচারী ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পর্কে বাজে মন্তব্য করায় আটক করেছে পুলিশ। ওই কর্মচারী হলো আখাউড়া উপজেলা প্রাণিস¤পদ হাসপাতালের ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোবারক করিম।
তিনি কুমিল্লার হোমনা উপজেলার গনিয়ারচর গ্রামের বাসিন্দা আব্দু মিয়ার ছেলে।
জানা গেছে, একজনের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে একদিকে খালেদা জিয়া ও অন্যদিকে সাপের ছবি দিয়ে সেখানে লেখা হয়, কে বেশি ভয়ংকর! ওই স্ট্যাটাসের কমেন্টে মোবারক করিম লেখেন শেখ হাসিনা। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আখাউড়া থানায় নিয়ে আসে।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি