![লালপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/08/lalpur-(natore)-08.02.2018_125042.jpg)
লালপুর (নাটোর), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়ায় নাটোরের লালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার রায় ঘোষনার পরে লালপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
এছাড়া গোপালপুর পৌর ও উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃত্বে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। শোভাযাত্রার সামনে থেকে নের্তৃত্ব দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
বিভিন্ন মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহ সভাপতি আজবার হোসেন, আনিছুর রহমান, সাধারন সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য ফিরোজ আল হক ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান মতি, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, সাধারন সম্পাদক খালিদ হোসেন সরল সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক