বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সেনবাগে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

সেনবাগে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

সেনবাগ(নোয়াখালী) , ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে শাহিনুল ইসলাম শাহিন (১৪) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

আজ সকাল ১০টার দিকে ৯নং ওয়ার্ড মইজদীপুর গ্রামের একটি ধান খেত থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম শাহিন ওই গ্রামের যুবলীগ নেতা মোরশেদুল আলমের ছেলে। সে কাবিলপুর হাজী মাকসুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। দুই ভাই ও দুই বোনের মধ্যে শাহিন সবার বড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার জন্য বাড়ী থেকে বের হয় শাহিন। এরপর রাতে আর সে বাড়ী ফিরেনি। শুক্রবার সকালে তাদের বাড়ী থেকে ৫০’গজ দূরে একটি ধান খেতের মধ্যে শাহিনের ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পেটের বাম পাশে ৩টি, কপালে ১টি ও গলায় ১টি ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে একদল দূর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারণে এই হত্যাকান্ড হয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা রিগান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত