শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুরে বিদ্যুতের ফাঁদে পড়ে ফার্মের কর্মচারির মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুতের ফাঁদে পড়ে ফার্মের কর্মচারির মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুতের ফাঁদে পড়ে ফার্মের কর্মচারির মৃত্যু

লক্ষ্মীপুর, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মোঃ শরিফ (২৬) নামেরপোল্ট্রি ফার্মের কর্মচারির মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে আমির হোসেন পুস্প এর পোল্ট্রি ফার্মে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মোঃ শরিফ একই উপজেলার চরউভূতি গ্রামের দিন মজুর আবুল বাশারের পুত্র ও ওই ফার্মের কর্মচারি ছিল বলে জানা যায়।

জানাযায়, উক্ত ফার্ম থেকে প্রতি রাতেই শেয়াল ও গৌকুল মুরগি নিয়ে যায়। শেয়াল ও গৌকুলের মুরগি নেওয়া ঠেকাতে মালিক আমির হোসেন বুধবার রাতে খোলা তার দিয়ে ফার্মের চার পার্শ্বে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পাতে।

খেয়ালের ভুলে সকালে উক্ত ফাঁদের বিদ্যুত সংযোগ বন্ধ না করেই ফার্মের কর্মচারি মোঃ শরিফ ফার্মে কাজ করতে গেলে উক্ত ফাঁদের তারের সাথে জড়িয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পাওয়ার পর চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া পুলিশ তদন্তের উপ পরিদর্শক (এস আই) কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল করে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে জানতে চাইলে উপ পরিদর্শক কামরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, পোল্ট্রি ফার্মের মালিক ও নিহতের পরিবারের মধ্যে সমজোতা হওয়ায় এবং নিহতের পরিবার মামলা করতে অস্বীকৃতি জানিয়ে লিখিত দেওয়ায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত