![জগন্নাথপুরে ইউনিয়ন আল ইসলাহ’র অভিষেক অনুষ্টিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/sunamgonj-islah_125094.jpg)
জগন্নাথপুর (সুনামগঞ্জ) , ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন আনজুমানে আল ইসলাহ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাটলি ইউনিয়ন আনজুমানে আল ইসলাহ এর সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মাওলানা আবুল খায়েরের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা আজমল হোসেন জামী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ শওকত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা নুরুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ। এ সময় পাটলি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আব্দুল মমিন, সহ-সভাপতি হাফিজ সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহনুর আলী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুন নুর, সহ-প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/ রিয়াজ রহমান/জসিম/নির্ঝর