![শিবপুরে আওয়ামী লীগ নেত্রীর বাড়িতে ডাকাতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/shibpur_125103.jpg)
শিবপুর (নরসিংদী), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি মরিয়ম বেগমের চন্ডিবর্দী নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মূখোশ পরিহিত ১৪/১৫ জনের একটি ডাকাত দল তার বসত ঘরের বারান্দার গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে।
পরিবারের সবাইকে পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মী করে ৬ বড়ি স্বর্ণালংকার, ২টি মোবাইল সেট, আলমারি থেকে নগদ ২ লক্ষাধিক টাকা নিয়ে যায়। ডাকাত দলেরা লুটপাট শেষে হুমকী দিয়ে বলে যায়, আগামীকাল তোর জনসভা আছে, তুই নির্বাচন করবি। আমাদের হুকুম ছিল তোকে মেরে ফেলার।
এ ব্যপারে শিবপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা শিকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আওয়ামী মহিলালীগের নেত্রী মামলার মোকাদ্দমা করতে পুলিশ কর্মকর্তার নিকট অপারগতা প্রকাশ করে বলেন বিষয়টি আমি রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো।
উল্লেখ্য, দুলালপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগের ৪ জন প্রার্থীদের জনমত যাচাইয়ের জন্য জনসভা করার কথা প্রত্যেক প্রার্থীর, তিন জনের জনসভা শেষ হয়েছে। আজ শুক্রবার বিকেলে দুলালপুর ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামী মহিলালীগের সভাপতি মরিয়ম বেগমের জনমত যাচাইয়ের নিবার্চনী সভা ছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা কোনো মামলা হয়নি।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি