বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মতলবে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান ভষ্মিভূত

মতলবে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান ভষ্মিভূত

চাঁদপুর, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : চাঁদপুরের মতলবে নারায়নপুর ইউনিয়নের চারটভাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর ভষ্মিভূত হয়ে গেছে। গতকাল রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। এ ঘটনায় কমপক্ষে নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। দোকান মালিক রফিকুল ইসলামের ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ও বাজারের ব্যবসায়ীরা ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

চারটভাঙ্গা বাজারের রফিকুল ইসলামের কাঠের দোকান ও বসতঘরে থাকা ৫ লক্ষাধিক টাকার মালামাল নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। অপর দোকান মালিক রহিম পাটওয়ারী একটি সারের দোকান ঘর ও মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। ক্ষতিগ্রস্থ দোকান মালিক রফিকুল ইসলাম জানান অগ্নিকান্ডে আমার দোকানের মালামাল ও ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন পরিবার পরিজন নিয়ে নিঃস্ব হয়ে পরেছি। এ অগ্নিকান্ডের খবর শুনে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কেউ ঘটনাস্থলে যায়নি বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত