শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাঁচবিবি সরকারি কলেজের কর্মচারীদের মানববন্ধন

পাঁচবিবি সরকারি কলেজের কর্মচারীদের মানববন্ধন

পাঁচবিবি সরকারি কলেজের কর্মচারীদের মানববন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি হাজী মহসীন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী জাতীয় করণে দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কলেজের প্রবেশ দ্বারে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে কর্মচারীরা। কলেজের বেসরকারি কর্মচারীদের সভাপতি জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সম্পাদক মোশারফ হোসেনের পরিচালনায় তাদের ন্যায্য দাবী উল্লেখ করে বক্তব্য রাখেন কর্মচারী নেতৃ বৃন্দ। মানববন্ধনে অংশগ্রহণ করেন কলেজের ২১ জন বেসরকারি কর্মচারী। তারা তাদের বক্তব্যে বলেন, আমরা চাকুরি জাতীয়করণ চাই।

আমরা প্রায় সকলেই ১২-১৮ বছর পর্যন্ত কাজ করে আসছি, কিন্তু আমাদের চাকুরি সরকারি করণের ব্যাপারে সরকার কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না। বরং নতুন নিয়োগ দেওয়ার পাইতারা করছে। বর্তমানে সারাদেশে সরকারি কলেজ সমূহের যে পরিমাণ জনবল রয়েছে তার মধ্যে প্রায় ৮৫% থেকে ৯০% জনবল বে-সরকারি ভাবে কাজ করে আসছে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে বলা যায় যে, প্রতিটি সরকারি কলেজগুলোতে বেসরকারি জনবলের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি সুদৃষ্টি আকর্ষন করে আমরা বলতে চাই তিনি আমাদের চাকুরি সরকারি করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তরিক হবেন।

এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত