বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কিশোরগঞ্জে খালেদা জিয়ার মামলার সাজার প্রতিবাদে মিছিল, আটক ১৫

কিশোরগঞ্জে খালেদা জিয়ার মামলার সাজার প্রতিবাদে মিছিল, আটক ১৫

কিশোরগঞ্জে খালেদা জিয়ার মামলার সাজার প্রতিবাদে মিছিল, আটক ১৫

কিশোরগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলের চেষ্টা করেছে জেলা বিএনপি। এ সময় মিছিল থেকে ১৫ জনকে আটক করে পুলিশ।

আজ শুক্রবার জুমার নামাজের পর শহীদী মসজিদ চত্বর থেকে মিছিলটি বের করার চেষ্টা করে বিএনপি। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিচার্জ করে।

পুলিশি বাধা অতিক্রম করার সময় পুলিশ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস, জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ ১৫জনকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত জানিয়েছেন, গতকাল পুলিশের উপর হামলা চালানো হয়েছে। আজ নাশকতার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ ৭০ জনকে আসামী করে পুলিশ একটি মামলা করেছে।

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত