সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • রামগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগ

রামগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগ

রামগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগ

লক্ষ্মীপুর, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ: লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল পাটোয়ারীর বাড়িতে দফায় দফায় বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ও আজ শুক্রবার সকালে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের আওয়ামীলীগ নেতা দুলাল পাটোয়ারীর বাড়িতে।

দুলাল পাটওয়ারী রামগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানিয় আওয়ামী লীগ নেতা। জানা যায়, সৃষ্ট ঘটনায় শুক্রবার দুলাল পাটোয়ারী বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছে।

আওয়ামীলীগ নেতা দুলাল পাটোয়ারী অভিযোগ করে বলেন, খোরশেদ নামের এক সন্ত্রাসী দীর্ঘদিন থেকে এলাকার নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপর্বক চাঁদা আদায় ও মাদক ব্যবসা করে আসছিল। আমি ওইসব অন্যায়ের প্রতিবাদ করলে খোরশেদ তার ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার বাড়িতে বোমা হামলা করে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া জানান, সেত্তা খোরশেদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন পলাতক আসামী। শীঘ্রই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত