শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ভোলায় রিক্সাচালকের মৃতদেহ উদ্ধার

ভোলায় রিক্সাচালকের মৃতদেহ উদ্ধার

ভোলা, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ: ভোলায় আবু সাইদ (৫২) নামের এক রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সাকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফেজ তালুকদার বাড়ির পিছনের পুকুর পাড় থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। আবু সাইদ সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড তুলাতুলি এলাকার বাসিন্দা। উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল তারা সাথেই পওয়া যায়। তবে কিভাবে তাকে মারা হয়েছে এবং ঘটনার সাথে কারা জড়িত তা এখনও জানা যায়নি।

ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, সকালে স্থানীয়রা ইউনিয়নের হাফেজ তালুকদার বাড়ির পিছনের পুকুর পাড়ে এক ব্যাক্তির মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপতালে নিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় তার পরিচয় জানাযায়। উদ্ধারের সময় তার নাকে-মুখে রক্তের দাগ ছিল। এবং গায়ে ছিলো শ্রমিক লীগের টি-সার্ট। সে ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রমিক লীগের সদস্য ছিল বলেও জানান স্থানীয় চেয়ারম্যান।

নিহত আবু সাইদের শ্বশুর আবুল কালাম জানান, বৃহষ্পতিবার বিকেল ৩টায় দুপুরের খাবার খেয়ে ঘর থেকে রিক্সা নিয়ে বের হয় সাইদ। রাতে বাসায় না ফেরায় তারা সাইদের মোবাইলে ফোন দেয় কিন্তু সে ফোন রিসিভড করেনি। পরে তারা বিভিন্ন যায়গায় খোজাখুজি করতে থাকে। সর্বশেষ শুক্রবার সকালে আবু সাইদের লাশ পাওয়া গেছে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি।

তিনি আরও জানান, আবু সাইদের সাথে কারো সাথে কোনো দ্বন্দ ছিলো না। শুধু এতটুকু জানি সে শ্রমিকলীগ করত। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপালের মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে কিভাবে মারা হয়েছে তা জানা যাবে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত