শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
বাবার ওপর অভিমান করে

সিরাজগঞ্জে স্কুল ছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জে স্কুল ছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামে বাবার ওপর অভিমান করে শরিফুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হায়দার আলীর ছেলে ও স্থানীয় আই স্কুলের নবম শ্রেণির ছাত্র। উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার জয়নুল আবেদীন জানান, স্কুল ছাত্র শরিফুল গত বুধবার রাতে বাবার কাছে ১২০ টাকা দাবি করে।

এ টাকা দিতে বাবা অস্বীকার করায় শুক্রবার ভোর রাতে সে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত