সিরাজগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকায় ট্রাক চাপায় রুবেল হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে পাশ্ববতীৃ তাড়াশ উপজেলার আড়ঙ্গাইল গ্রামের জামাল হোসেনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, আজ শুক্রবার সকালে রুবেল তার বাবার সঙ্গে ভটভটি যোগে শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে নামে এবং রাস্তা পার হওয়ার সময় একটি নগনবাড়ী গামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গ প্রেরণ করে। এব্যাপরে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা