![সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/abnews-24.bbbbbbbbbbb_125139.jpg)
সিরাজগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ ২ কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। তারা হলো, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর কাটারী গ্রামের কালাচাদ মোল্লার ছেলে আমিনুর রহমান (১৮) ও একই গ্রামের নূর হোসেন মোল্লার ছেলে বাবু মিয়া(১৮)। এরা স্থানীয় কলেজের ২য় বর্ষের ছাত্র।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, সেতুর পশ্চিমপাড় গোল চত্বর এলাকায় বৃহস্প্রতিবার রাত ১১টার দিকে নাভিল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে তল্লাসি চালিয়ে ব্যাগে রক্ষিত ৩০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা উল্লেখিত বাসে দিনাজপুরের বীরামপুর থেকে ঢাকায় যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকর ব্যবসার একাধিক মামলা রয়েছে। এ ব্যাপরে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা