শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

পাঁচবিবি (জয়পুরহাট), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ: জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাঁ। আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশের বাধাঁ মুখে পড়ে। পরে বিপরিত দিক দিয়ে আবার মিছিলটি বারানোর চেষ্টা করলে সেখানেও বাধাঁর মুখে পড়ে। এক পর্যায়ে চারদিকে থেকে পুলিশ মিছিলটিকে ঘিরে ফেলে। পুলিশ বেষ্টনীর মধ্যে প্রতিবাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ডালিম।

বক্তব্য রাখের পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর আহবায়ক কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইচ চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, পৌর আহবায়ক কমিটির সদস্য দেওয়ান সাহাদৎ হোসেন, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক। স্বেচ্ছাসেবক দলের থানা সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত