![মতলবে মৌমাছির কামরে নিহত ১, আহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/abnews-24.bbbbbbbbbbbbbb_125143.jpg)
চাঁদপুর, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ: চাঁদপুরের মতলবের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাটন গ্রামে মৌমাছির কামড়ে ১ জন নিহত ও শিশু সহ ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে। জানা যায়, পাটন গ্রামের প্রধানীয় বাড়ির মৃত কালু মিয়ার ছেলে মো. অলি উল্লাহ (৫৫) নিজ আলুর জমিতে যাওয়ার পথে বড়–ই গাছে থাকা মৌমাছির বাসা তার উপর ছিটকে পরলে মৌমাছি তাকে আক্রমন করে।
এতে মো. অলি উল্লাহ ও ২ সন্তান সিফাত (৫), রিফাত (৩) ও পাশের বাড়ির দুধু মিয়া (৪৫) গুরুতর আহত হয়। পরে তাকে নায়েরগাঁও জম জম হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসকের দায়িত্ব অবহেলার কারণে কয়েকঘন্টা মৃত্যুর সাথে পাঞ্চা লড়ে মো. অলি উল্লাহ মৃত্যুর কোলে ঢলে পরে।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/তোহা