শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত ১১

সিরাজগঞ্জে আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত ১১

সিরাজগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পুল্লাহ জয় সাগর গ্রামে জমির আইল কাটা নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গোলবার (৭০) ও দুলাল হোসেনের (২৮) অবস্থা আশংকাজনক।

জানা গেছে, আজ শুক্রবার সকালের দিকে ওই গ্রামের গোলবার হোসেন ও মাসুম সরকারের মধ্যে জমির আইল কাটা নিয়ে কথা কাটি হয়। এক পর্যায়ে মাসুম সরকার লোকজন নিয়ে জোর পূর্বক আইল কাটতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। এ সংঘর্ষে উভয় গ্রপের ৪ মহিলাসহ কমপক্ষে ১১ জন আহত হয়।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত