![বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/chief-justice_125147.jpg)
গোপালগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ শুক্রবার বিকাল ৩টায় সস্ত্রীক তিনি সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।
পরে সুরা ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধান বিচারপতির স্ত্রী সামিনা খালেক, সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম, গোপালগঞ্জের জেলা জজ দলিল উদ্দিন,চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট নিলুফার শিরিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এরপর প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
সেখানে মন্তব্য বইয়ে তিনি যা লেখেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করে বিশ্বেও মানচিত্রে প্রতিষ্ঠা করেছেন স্বাধীন বাংলাদেশ। তিনি অনন্য, অসাধারণ ও বিশ্ববরেণ্য নেতা। তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের পথিকৃৎ। আমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।”
এবিএন/জনি/জসিম/জেডি