![বন্দরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/greftar_sm_680960100_89761_125159.jpg)
বন্দর (নারায়নগঞ্জ), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : বন্দর থানা পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে বন্দর থানার মালিবাগ উত্তর পাড়া ও চাঁনপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ ধৃত ২ মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ২০(২)১৮ ও ২২(২)১৮।
ধৃতরা হলো- বন্দর থানার জাঙ্গাল এলাকার মৃত আমান উল্ল্যাহ মিয়ার ছেলে শাহা জালাল দেওয়ান (৩০) ও অপরধৃত মাদক ব্যবসায়ী আয়নাল হক বন্দর থানার চাঁনপুর এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে আয়নাল হক (৩০)।
পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী শাহা জালালের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজা অপর মাদক ব্যবসায়ী আয়নাল হকের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃতদের আজ শুক্রবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি