![বন্দরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশী বাঁধায় পণ্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/bandar_125161.jpg)
বন্দর (নারায়নগঞ্জ), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জিয়া অরফানেজ ট্রাষ্ট দূনির্তী মামলায় বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড প্রদানের বিরুদ্ধে বন্দরে কোন প্রকার বিক্ষোভ বা প্রতিবাদ সভা করতে দেখা যায়নি বিএনপিকে। কেন্দ্রীয় বিএনপি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে বন্দরে বিএনপি তা পালন করেনি।
আজ শুক্রবার বেলা ১১টার পর বন্দর থানা পুলিশ নাশকতা ঠেকাতে বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ন মসজিদগুলোতে অবস্থান নেয়। বন্দরে কোথাও কোন সহিংসতার ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশের সর্তক অবস্থানের কারনে বন্দরে বিএনপি মাঠে নামতে পারেনি। খালেদা জিয়া রায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা বন্দরে কোনো স্থানে যাতে বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য পুলিশ ১১টার পর বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ন মসজিদ গুলোর সামনে অবস্থান করে।
জুম্মার নামাজ শেষে পুলিশ বন্দর উপজেলার ফরাজিকান্দা, বন্দরবাস স্ট্যান্ড, নবীগঞ্জ বাসস্ট্যান্ড, দাঁশেরগাও বাসস্ট্যান্ড, তালতলা, ধামগড়বাস স্ট্যান্ড, গকুলদাশেরবাগ, ফুলহর বাসস্ট্যান্ড ও মদনপুর বাসস্ট্যান্ড, লাঙ্গবন্ধ বাসস্ট্যান্ডসহ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড হইতে ২৭নং ওয়ার্ডে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক গুলোতে টহল জোরদার রাখা হয়েছে।
এছাড়াও বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে সন্দেহভাজন যাত্রীদের ব্যাপক তল্লাশী চালানো হয়েছে।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি