সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

অভয়নগরে সরিষা ক্ষেত থেকে যুবতীর লাশ উদ্ধার

অভয়নগরে সরিষা ক্ষেত থেকে যুবতীর লাশ উদ্ধার

অভয়নগর (যশোর), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : অভয়নগরে সরিষা ক্ষেত থেকে ডলি (২০) নামের স্থানীয় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভূগিলহাট গ্রামের সলেমনের মেয়ে।

অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার দুপুরে স্থানীয় গ্রামবাসী ভূগিলহাট গ্রামে একটি সরিষা ক্ষেতে যুবতী মেয়ের লাশ দেখতে পেয়ে খবর দেয়। ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা মেয়েটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে।

নিহতের পিতা সলেমন জানান, গত তিনদিন আগে তার মেয়ে ডলি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। তাকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গিয়েছে এ ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত