![সিংড়ায় পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/rally_abnews_125176.jpg)
সিংড়া (নাটোর), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির কদ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয় যায়। উপজলা কোর্ট মসজিদ থেকে জুমার নামাজ শেষে সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদর নেতৃত্বে মিছিল বর হয়।
পরে পুলিশর বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয় যায়। এ সময় উপস্থিত ছিলন- উপজলা বিএনপির সহ-সভাপতি আফছারুজ্জামান, বিএনপি নেতা অধ্যক্ষ আনায়ারুল ইসলাম আনু, শফিকুল ইসলাম জুইস, রজাউল করিম বাবলু, উপজলা যুবদলর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজলা ছাত্রদলর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মমিন, যুবদল নতা জয়নুল আবদীন বিদ্যুৎ প্রমুখ।
এছাড়াও উপজলা কেদ্রীয় মসজিদ নামাজ শেষে উপজলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-কাফির নেতৃত্বে আরকটি বিক্ষোভ মিছিল বের হয়।
এবিএন/রাকিবুল/জসিম/এমসি