![ইসলামপুরে বেবি এমপির গণসংযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/mp_abnews_125177.jpg)
জামালপুর, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহজাবিন খালেদ বেবী ইসলামপুরে গণসংযোগ করেছেন।
গণসংযোগের অংশ হিসেবে বেবি আজ শুক্রবার গোয়ালেরচর ও চিনাডুলী ইউনিয়নের সভুকুড়া গ্রাম, গুঠাইলের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেন। এসময় তিনি নদীভাঙ্গনে কৃষক-শ্রমিকসহ গণমানুষের দুর্ভোগের জীবন যাপনের দৃশ্য অবলোকন করেন।
এ সময় তিনি বর্তমান সরকারের কর্মকান্ডের বর্ণনা দেন। গণমানুষের দুর্ভোগ লাগবে আবারো আ.লীগ সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে মানুষকে সচেতন করেন। সরকারের উপমা হিসেবে রাস্তা-ব্রীজ-বন্যা নিয়ন্ত্রণ বাঁধ- ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবার কথা স্মরণ করিয়ে দেন। বিদ্যুৎবিহীন এলাকায় সোলার স্থাপনের কথাও বলেন।
এ সময় তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়ন-নারী-শিশুর উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। মানুষের সুখ-দু:খের কথাও মনোযোগ দিয়ে শুনেন। এ সময় তিনি খালেদার দু:শাসনের সচিত্র পোস্টার বিলি করে খালেদাকে ভোট নাদেয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এ সময় তার সাথে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্ধ উপস্থিত ছিলেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি