শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মদনে আওয়ামী স্বেচ্ছালীগের আলোচনা সভা

মদনে আওয়ামী স্বেচ্ছালীগের আলোচনা সভা

মদন (নেত্রকোনা), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার মদনে আজ শুক্রবার বিকেলে মুতিয়াখালি বাজারে ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেওশহিলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন সভাপতি মোঃ আজিজুল হক শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. লিটন বাঙ্গালী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান আহমেদ, তিয়শ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নূরে কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জামাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জহিরুল ইসলাম নয়ন প্রমুখ।

সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে লিটন বাঙ্গালী বলেন, আমার কেন্দ্রীয় নেতা শফী আহমেদ একজন ত্যাগী নেতা, তিনি দুইবার মনোয়ন চেয়েছেন। এবার আশাবাদী তিনি মনোয়ন পাবেন। কারন উনার তৃণমুলে অনেক জনমত রয়েছে।

তিনি আরো বলেন, আমরা আওয়ামী লীগ করি নৌকায় ভোট চাই। তবে মনোনয়ন যেই পাবেন তার পক্ষেই কাজ করব।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত