![বদলগাছীতে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/singho_abnews_125184.jpg)
বদলগাছী (নওগাঁ), ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিনেশ সিংহকে আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
তার পারিবারিক সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা দিনেশ সিংহ দির্ঘ্য দিন থেকে ডাইবেটিস, ও হিৃদ রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য ভারতে ১৫ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরে পুনরায় গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। বিকেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার পারিবারিক দূর্গাদহ শশ্মানে দাহ করা হয়।
তার দাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রওশোন আলী ও থানার ওসি তদন্ত শাহিন আলম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ.এফ, সাবেক কমান্ডার দেওয়ান আব্দুর রহিম বাবুল, মুক্তিযোদ্ধা বেলালুর রহমান ও তার সহযোদ্ধারাসহ উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা দিনেশ সিংহ উপজেলা সদর ইউপির ডাঙ্গিসাড়া গ্রামের মৃত জনক সিংহের ছেলে। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও তার স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি