বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

গাজীপুরে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

গাজীপুর, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মহানগরীর কোনাবাড়ী এঘটনা এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

কোনাবাড়ি সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এবিএন/অালমগীর হোস‌েন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত