শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের ঘোষণায় আনন্দ মিছিল

ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের ঘোষণায় আনন্দ মিছিল

ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের ঘোষণায় আনন্দ মিছিল

ভোলা, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : দেশের মূল ভূ-খন্ডের সাথে গ্যাস সমৃদ্ধ ভোলাকে সড়ক পথে যুক্ত করতে ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

আজ শুক্রবার সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য এ আনন্দ মিছিল বের করেন। ভোলা-বরিশাল রুটে ব্রীজ হচ্ছে এমন খবরে আনন্দ উৎসবে মেতে উঠেন ভোলার মানুষ। তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হচ্ছে সেই সুখবরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলার মানুষ।

কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয় থেকে বের হওয়া স্লোগানমুখর আনন্দ মিছিলটি শহরের সদর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

মিছিলে উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহমুদ, সহসভাপতি হামিদুল হক বাহালুল, জেলা আদালতের পিপি এ্যাড. সৈয়দ আশরাফ হোসেন লাবু, এ্যাড. জুলফিকার আহমেদ, ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান লেলিন, প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, পৌর আ.লীগের নজিবুল্লাহ নাজু, সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু সায়েম, যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন, সম্পাদক রিয়াজ মাহমুদ প্রমুখ।

এর আগে সদরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিল এসে দলীয় কার্যালয়ে সমাবেত হয়। পরে স্লোগান নিয়ে বিশাল একটি আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল বৃহস্পতিবার বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় ভোলা-বরিশাল ব্রীজ স্থাপনের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রীজ নির্মাণের ঘোষণা দেন। এরই ধারবাহিকতায় জেলা জুড়ে আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

এদিকে অপ্রতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত