![ঝালকাঠিতে শিল্পমন্ত্রীর তিন সফরসঙ্গী দুর্ঘটনার হাত থেকে উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/accident_abnews_125230.jpg)
ঝালকাঠি, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝালকাঠিতে শিল্পমন্ত্রীর গাড়ী বহরে থাকা প্রাইভেট কার সড়ক দুর্ঘটনায় পতিত হলেও অলৌকিক ভাবে বেঁচে গেলেন জেলা যুবলীগের তিন নেতা।
গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১টায় ঝালকাঠী জেলার নলছিটি উপজেলাধীন জুরকাঠি শিমুলতলা রাস্তার সিদ্ধকাঠি ইউনিয়নের চন্দ্রকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় যুবলীগ নেতাদের বহনকারী গাড়িটি আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক মহাসড়ক থেকে ছিটকে পার্শবর্তী কৃষি জমিতে পরে উল্টে গেলেও গাড়ীতে আরোহী তিন নেতা সামান্য আঘাত পান।
দলীয় সূত্র ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার খাজুরিয়া তালতলার মোড়ে স্থাপিত পল্লী বিদ্যুত কেন্দ্রের সাব-ষ্টেশন উদ্ভোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি’র সাথে যোগদান করেন।
অনুষ্ঠান শেষে বরিশাল ফেরার উল্লেখিত স্থানে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হলে আরোহী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌরকাউন্সিলর রেজাউল করিম জাকির, মন্ত্রীর আত্মীয় যুবলীগ নেতা মোঃ মোস্তাহিদ হোসেন মিশু ও যুবলীগ নেতা মোঃ বাবু হোসেন আহত হন।
স্থানীয় লোকজনের সহায়তায় দলীয় নেতাকর্মীরা আহত নেতৃবৃন্দ দূর্ঘটনা স্থান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/এমসি