![তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/police_abnews_125234.jpg)
তাহিরপুর (সুনামগঞ্জ), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জিয়া অরফানেজ ট্রাষ্ট দূনীর্তি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও তারেক রহমানসহ অপর পাঁচ জন আসামীর ১০ বছরের কারাদ-ের রায়ের প্রতিবাধে ও মুক্তির দাবীতে বিক্ষোব মিছিল পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তাহিরপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ও অঙ্গসংঘটনের নেতৃবৃন্ধের উদ্যোগে বিক্ষোব মিছিলটি উপজেলার আব্দুর জহুর চত্তর থেকে বের হয়ে উপজেলার কৃষি ব্যাংকের সামনে গেলে পুলিশের বাধায় সম্মুখিন হয়।
পরে পুলিশের সাথে বাধায় বাকবিতন্ডতার এক প্রর্যায়ে বাধ্য হয়ে বিএনপির নেতাকর্মীরা আবারও আব্দুর জহুর চত্বরে এসে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠানিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সঞ্চালনায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি নজির হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক, তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।
আরও উপস্থিত ছিলেন- সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী,সাংগঠানিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকাব উদ্দিন, ছাত্রদল নেতা মাহবুব মল্লিক, ইফতেকার শিপুল, শাহজাহান, জাহাঙ্গীর আলম, তুজাম্মিল হক নাসরুম, দেবাশীষ সরকার, সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রহসনের বিচারের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রহসনের এ রায় বাতিল না হলে গণরায়ের মাধ্যমে জুলুমবাজ এ সরকারের পতন ঘটাতে গণ আন্দোলন শুরু করা হবে।
এবিএন/জাহাঙ্গীর আলম ভূঁইয়া/জসিম/এমসি