বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পিরোজপুরের চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পিরোজপুরের চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পিরোজপুরের চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পিরোজপুর, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের নেছারাবাদে মোঃ মোস্তফা চৌধুরী (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার আরামকাঠি গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নকিতুল্লাহ, শাহজাহান মোল্লো, আখতার, ইব্রাহীম চৌকুদার সহ স্থানীয় আরো অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে তার মাতা মঞ্জুয়ারা বেগম এ হত্যাাকান্ডের অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নিহত মোস্তফা ওই গ্রামের মোঃ সোহারব চৌধুরীর ছেলে। মোস্তফা পেশায় একজন সাধারন রিক্্রা চালক। ঘরে তার ছোট ছোট তিন ছেলে মেয়ে ও স্ত্রী রয়েছে রয়েছে বলে জানাগেছে।

অভিযোগে নিহত মোস্তফার মাতা মঞ্জুয়ারা সহ অন্যান্যে আত্মীয় পরিজনেরা জানান, ওই দিন মোস্তফা রাতে বাড়ী ফিরবার সময় পথে প্রকৃতীর ডাক সারতে বসে। এ সময় শাহজাহান মোল্লা চোর চোর বলে ডাক চিৎকার দিয়ে মোস্তফাকে মারতে থাকে। শাহজাহানের ডাক শুনে অন্যান্যেরা এগিয়ে এসে তারাও এলোপাতারিভাবে মোস্তফাকে বেদম প্রহার করে।

এক পর্যায়ে মোস্তার পরিবার খবর পেয়ে মারধর থামাতে না পেরে মেম্বরের কাছে কাকুতি-মিনতি করলে মেম্বর নকিতুল্লাহ সাদা কাগজে তাদের সহি-স্বাক্ষর রেখে মোস্তফাকে ছেড়ে দেয়। মারের আঘাতে বাড়ী গিয়ে মোস্তফার অবস্থা অবনতি হলে ভয়ে মোস্তাফার পিতা মাতা ওই রাতে তাকে হাসপাতালে বা থানায় আনতে পারেনি। পরে সকালে তাকে(মোস্তফাকে) হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কাউখালী ও নেছারাবাদ ( সাকেল এসপি) শাহ নেওয়াজ বলেন নিহত মোস্তফার গলা ও ডান চোখের নিচে আঘাতের চিহ্ণ পাওয়া গেছে। এ ব্যাপারে তারা একটি অভিযোগ করেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত