![সাপাহারে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/arrest_abnews_125241.jpg)
সাপাহার (নওগাঁ), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর সাপাহারে ৫০ গ্রাম হিরোইনসহ ফরিদুল ইসলাম মিলন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী পত্নীতলা উপজেলা সদরের আ: হাকিমের পুত্র বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, গতকাল শুক্রবার রাত ৯টার সময় নতুন গরু হাটের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম হিরোইন সহ মাদক ব্যবসায়ী মিলনকে গ্রেফতার করা হয়। হিরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
রাতেই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ শনিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।
এবিএন/নয়ন বাবু/জসিম/এমসি