শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জয়পুরহাটে পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পুরহাটে পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পুরহাটে পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পুরহাট, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : খালেদা জিয়াকে কারাদন্ডাদেশ দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপি’র ডাকা বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় রাস্তায় নামতে পারেনি। এসময় তারা জেলা কার্যালয়ের সামনেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতা কর্মীরা রাস্তায় নামার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পরে তারা জেলা কার্যালয়ের সামনেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, অধ্যক্ষ সামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত