শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

বাউফল (পটুয়াখালী), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাদন্ড দেয়ার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। আজ শনিবার সকালে বাউফল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়।

বিএনপির এই কর্মসূচিকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হবার পর পুলিশ বিএনপি দলীয় অফিসের কেয়ার টেকার আনিচুর রহমান ও খলিলুর রহমানকে মারধর করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী পলাশের নেতৃত্বে, বাউফল বাজার থেকে শূরু করে দলীয় কার্যালয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ফিরোজ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান হাওলাদার ও উপজেলা ছাত্রদলের নেতা তারেক প্রমুখ।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত