জয়পুরহাট, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : সরকারি ও বেসরকারি সকল দপ্তরের ডিজিটাল উদ্ভাবনী ও উন্নয়ন কর্মকান্ড এবং এর সেবা কার্যক্রম জনসাধরনের মাঝে তুলে ধরতে জয়পুরহাটে আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে এ মেলায় ১১টি ক্যাটাগরিতে মোট ৩৯টি পুরস্কারের ব্যাবস্থা থাকবে।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোকাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শরিফুন্নেসা, অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী, ইশরাত ফারজানা, নেজারত ডেপুটি কালেক্টর জামসেদ আলম রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী প্রমুখ।
প্রেস ব্রিফিং এ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উস্থিত ছিলেন।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি