![সদরপুরে র্যাব কর্তৃক বিপুল পরিমাণ পলিথিন জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/10/poli_abnews_125265.jpg)
সদরপুর (ফরিদপুর), ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর হাট বাজার থেকে আজ শনিবার বেলা ১১টায় বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করে ফরিদপুর র্যাব-৮।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর হাট বাজারের অনিক এন্টার প্রাইজ নামের একটি গুদামে অভিযান চালায়। অভিযানকালে ওই গুদাম থেকে এক হাজার কেজি (২৫)মন অবৈধ পলিথিন আটক করে জব্দ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে যায়। জব্দকৃত পলিথিন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করে নির্বাহী কর্মকর্তা। ওই সময় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পূরবী গোলদার পলিথিন গুদাম মালিক অনব সাহা (৩৫)-এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(৬)এর (ক) ধারায় নগদ ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।
অনব সাহা কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর গ্রামের মৃত অনিল সাহার পুত্র।
এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি